বরিশালে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচী করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

বরিশালে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচী করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

গতকাল ৭ই নভেম্বর শনিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডে এ কর্মসূচীর আয়োজন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর।

এ সময় পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে সামিল হন। বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে গণঅবস্থাণ কর্মসূচীতে বক্তৃতা প্রদান করেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ দাস মিঠু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নাড়ু সহ পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

গণঅবস্থান কর্মসূচী শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর সদর রোড, চকবাজার,গীর্জা মহল্লা এলাকা প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল চত্বরে এসে সমাপ্তি হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest