নোয়াখালীর বেগমগঞ্জে ‘শিশু’ ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন ও থানায় মামলা।

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে ‘শিশু’ ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন ও থানায় মামলা।

বুরহান উদ্দিন মুজাক্কির, নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী গঙ্গাবর নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষকের ফাঁসির দাবীতে মাদ্রাসা কতৃপক্ষ ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

৮বছরের শিশু ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষকের ফাঁসির দাবিতে শুক্রবার সকালে স্থানীয় শত শত লোক গঙ্গাবার ও ছয়ানি বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এতে নূরানী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ অংশগ্রহন করে।

মাদ্রাসা শিক্ষক ও স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্থ শিশুটির বাড়ির পাশেই মসজিদ ও নূরানী মাদ্রাসা।
গত শনিবার দুপুরে শিশুটি মসজিদের সামনে আসে। এসময় ছয়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ড (গঙ্গাবর) আওয়া’লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মিলন শিশুটিকে মসজিদের ছাদে নিয়ে যায়। শিশুর মুখ বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষনের করে।
পরবর্তীতে স্বজনরা শিশুটিকে উদ্ধার ক্লিনিকে চিকিৎসা দেয়।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা করেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest