উজিরপুরের হারতা বানারীপাড়া সড়কে ভিত্তি প্রস্তর স্থাপন করেন এম পি শাহে আলম।

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

উজিরপুরের হারতা বানারীপাড়া সড়কে ভিত্তি প্রস্তর স্থাপন করেন এম পি শাহে আলম।

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধি।
আজ রোজ সোমবার ২৩,১১,২০ইং দুপুর ২টায়
বিডিআরআইডিপি প্রকল্পের আওতায় বানারীপাড়া হারতা সড়কের ৭৯৯৮ মি: চেইনেজ ৩৫’৬মি:দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ। ভিত্তি প্রস্তর স্থাপন করেণ সাবেক কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের সভাপতি ও বরিশাল ২ আসনের সংসদ সদস্য মো:শাহে আলম। বাস্তবায়নে স্থানীয় সরকাল প্রকৌশল অধিদপ্তর, এল জিআইডি ব্রাহ্মণ বাড়ী মালিকান্দা এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী পূরণ হতে চলেছে।এই ব্রীজ হলে হারতা টু বানারীপাড়া যাতায়াত সহজ হয়ে যাবে।এ সময়ে আরো উপস্থিত ছিলের প্রধান প্রকৌশলী কর্মকর্তা উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মান্নান মৃধা,বানারীপাড়া আউয়ার আওয়ামীলীগের নেতৃবৃন্দ, যুব নেতা সমীরণ বড়াল,যুব নেতা সোহেল রানা স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest