চিতলমারী প্রেসক্লাবের ১ বছর মেয়াদী নতুন কমিটি গঠন ll

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

চিতলমারী প্রেসক্লাবের ১ বছর মেয়াদী নতুন কমিটি গঠন ll

তাসনিম ইসলাম মাহি
চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে “চিতলমারী প্রেসক্লাব” এর নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি, ২০২১) বিকাল ৫টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে দৈনিক ভোরের কাগজের চিতলমারী প্রতিনিধি মুন্সি দেলোয়ার হোসেনকে সভাপতি এবং দৈনিক খোলা কাগজের চিতলমারী প্রতিনিধি বিভাষ দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ সময় সহ-সভাপতি হিসেবে দৈনিক ভোরের বাণীর প্রতিনিধি মাসুদ হুসাইন ও দৈনিক যায়যায় দিন প্রতিনিধি রামকৃষ্ণ বিশ্বাস, যুগ্ম সম্পাদক হিসেবে দৈনিক লোক সমাজের প্রতিনিধি এম, জাহিদ, কোষাধ্যক্ষ হিসেবে দৈনিক সংবাদ প্রতিনিধি গোবিন্দ মজুমদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক জন্মভূমি প্রতিনিধি মোঃ রুহুল আমীন, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক আজকের আলোকিত সকাল প্রতিনিধি রনিকা বসু (মাধুরী), আইন সম্পাদক এ্যাড. ইফতেখায়রুল ইসলাম রাণা, নিবাহী সদস্য দৈনিক ভোরের পাতা সম্পাদক মেরাজুল খান, ফটো সাংবাদিক প্রমিত বসু, দৈনিক তথ্য প্রতিনিধি এস,কে সাজেদুল হক, দৈনিক শতবষ প্রতিনিধি তাসনিম ইসলাম মাহি, দৈনিক তথ্য দপন প্রতিনিধি মোঃ এবাদুল হাওলাদার, চ্যানেল এমবিডিডটকম প্রতিনিধি শেখ শের কামাল, সাপ্তাহিক কণ্ঠধ্বনি প্রতিনিদ মোঃ বাদশা মুন্সি ও শাহীন মুন্সি সাধারণ সদস্য হিসেবে নিবাচিত হন।

১৯৮৪ সালে স্থাপিত চিতলমারী প্রেসক্লাব গঠনতন্ত্রকে সমুন্নত রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা কমিটি গঠনে অনন্য ভূমিকা রাখে। আগামীর পথচলাও এভাবে অব্যাহত থাকবে বলে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক অভিমত ব্যক্ত করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest