চিতলমারীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত l

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

চিতলমারীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত l

তাসনিম ইসলাম মাহি
চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার মো: মারুফুল আলম এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, ডা: মামুন হাসান, আওয়ামীলীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, ওসি তদন্ত মো: একরামুল হক প্রমূখ। চিতলমারী প্রেসক্লাব সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন সম্প্রতি ১নং বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদারের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক ধর্ষন চেষ্টা অভিযোগ দায়ের করা হয়েছে তার তীব্র নিন্দা জানান। চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক শফিকুল সাফা ওই নিন্দা একমত পোষন করেন। এসময় চিতলমারী উপজেলা ৭ ইউপি চেয়ারম্যান সভায় দাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং জেলার আইন শৃংখলা সভায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে বিষয়টি তুলে ধরার জন্য অনুরোধ করেন। উক্ত সভায় আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক তাদের বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান কিছু হাইব্রীড ও অনুপ্রবেশকারী সুযোগ সন্ধানী ব্যক্তিরা নৌকা প্রতীকের চেয়ারম্যানের উপর এই মিথ্যা দোষ চাপিয়ে তার ভাবমুর্তি ক্ষুন্ন করে নাই বরং চিতলমারী উপজেলা আওয়ামীলীগের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest