কাঁঠালিয়ায় নারী সাংবাদিক কানিজ ফাতেমাকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ।

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

কাঁঠালিয়ায় নারী সাংবাদিক কানিজ ফাতেমাকে নির্যাতনের  প্রতিবাদে মানববন্ধন ।

লিটন বাইজিদঃ ঝালকাঠির কাঠালিয়া থানার পাটিখাল ঘাটা বাজার সংলগ্ন স্থানীয় জাহাঙ্গীর, নাসির, বাদশা নামের ভুমিদস্যুরা নারী সাংবাদিক ও স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী কানিজ ফাতেমাকে তাদের নিজ বাড়ি থেকে উৎখাত এর উদ্দেশ্যে হামলা করে শারীরিক নির্যাতন করে । এ ঘটনায় কাঠালিয়া থানায় ভুক্তভোগির পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। নারী সাংবাদিক কানিজ ফাতেমাকে নির্যাতনের প্রতিবাদে ১৩ তারিখ শনিবার কাঠালিয়া থানার পাটিখাল ঘাটা বাজারে স্থানীয় জনগণ, কাঠালিয়া ও বরিশালের বিভিন্ন সাংবাদিকদের উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আগত সাংবাদিকরা দ্রুত ভুক্তভোগী নাড়ী সাংবাদিক কানিজ ফাতেমাকে নির্যাতনকারী জাহাঙ্গীর, নাসির বাদশা সহ সবাইকে আইনের আওতায় আনার আহবান জানান। অভিযোগ সুত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি অভিযুক্তরা ভুক্তভোগীর নিজ সম্পত্তিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে উৎখাতের পাঁয়তারা চালায়। তাৎক্ষণিকভাবে হামলার শিকার ভুক্তভোগী কানিজ ফাতেমাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উদ্বেগ প্রকাশ করে বলেন আমার ছেলে মেয়েরা শিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ায় অভিযুক্তরা অনেকদিন ধরে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে বিভিন্নভাবে ক্ষতি করারা চেষ্টা চালায়, পরিশেষে জমিজমার বিষয়কে কেন্দ্র করে আমার মেয়ের উপর হামলা চালিয়ে তাকে আহত করে, তাই আমি অভিযুক্ত ভুমিদস্যুদের বিচার চাই।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest