ঢাকার সাবেক যুবলীগনেতা সুজন মন্ডল চেয়ারম্যান পদে মনোনয়ন চায় l

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

ঢাকার সাবেক যুবলীগনেতা সুজন মন্ডল চেয়ারম্যান পদে মনোনয়ন চায় l

গোলাম মোস্তফা খান,খুলনা।
খুলনার দাকোপ উপজেলাধীন কৈলাশগঞ্জ ইউনিয়ন থেকে নির্বাচন করতে সাবেক ছাত্রনেতা, একসময়ের ঢাকার যুবলীগনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে উচ্চতর ডিগ্রী অর্জনকারি সুজন মন্ডল নৌকা প্রতিক পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। কৈলাশগঞ্জে চরম গ্রুপিং এর সময় শিক্ষিত এমন কেউ মনোনয়ন পেলে মানুষ স্বস্তি পেত বলে কেউ
কেউ মন্তব্য করছেন। আর সুজন জানায় জীবনবাজি রেখে দল করেছি এখন এতটুকু যদি না পাই সেটা হবে কষ্টের তাই দলের সাধারন সম্পাদক সহ নেতাদের কাছে মনোনয়নের দাবিটা জানাচ্ছি। দেখা যাক


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest