ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ২০ই ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় বন্ধুমেলা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার আয়োজনে, মাধবপাশা যুবক সমাজের সহযোগিতায় মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে, বন্ধুমেলা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বন্ধুমেলা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা মোঃ আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল কাজল ঘোষ, সহকারী রেজিস্ট্রার বরিশাল বিশ্ববিদ্যালয় বাহাউদ্দিন গোলাপ, ভাইস প্রিন্সিপাল মাধবপাশা হাইস্কুল এন্ড কলেজ গোলাম মোস্তফা তালুকদার। এছাড়া এ সময়ে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সহসভাপতি বন্ধুমেলা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা মোঃ শাহাজাদা হিরা, সাবেক সভাপতি মোঃ আসলামুল করিম, সাধারণ সম্পাদক কাজী তারিফ, বন্ধু মেলা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার সদস্যসহ দুস্থ অসহায় দুই শতাধিক নারী-পুরুষরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক এবং অতিথিরা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক বরিশালের পক্ষ থেকে কম্বল দিয়ে বন্ধুমেলার কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করার পাশাপাশি জেলা প্রশাসকসহ অতিথিরা দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST