বরিশালে শীতের রাতে ৫ শতাধিক সুবিধা বঞ্চিতদের মধ্যে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

বরিশালে  শীতের রাতে ৫ শতাধিক সুবিধা বঞ্চিতদের মধ্যে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ “খুব শীত করতেছিলো গায়ে দেওয়ার মতন কিছু ছিলনা” শেখ হাসিনা আমাগো কম্বল দিছে হেইয়া ডিসি স্যার আমাগো দিয়া গেছে আল্লার কাছে দোয়া করি! কথা গুলো শীতের রাতে কাপঁতে কাপঁতে বললেন ষাটোর্ধ্ব জামাল হাওলাদার। ২১ ই ডিসেম্বর শনিবার রাত ১১ টার পরে, জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে দুস্থ আসহায় শীতার্তদের মাঝে বরিশাল অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ বরিশাল (লঞ্চ ঘাট) এলাকায় প্রায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করার জন্য আসা শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশাল, রবিন শীষসহ সামাজিক সংগঠন এসএনডিসির সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে পৌঁছে জেলা প্রশাসক নিজেই শীতার্তদের গায়ে শীতবস্ত্র কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক বরিশাল এবং তাদের খোজঁখবর নেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest