ইউপিএমআইএসএ’র ২০২১-২০২২ কার্যনির্বাহী কমিটি গঠন। বাংলাদেশের আল-মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত।

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

ইউপিএমআইএসএ’র ২০২১-২০২২ কার্যনির্বাহী কমিটি গঠন। বাংলাদেশের আল-মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত।

নিজস্ব প্রতিবেদক :ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ইউপিএমআইএসএ) এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ এপ্রিল ২০২১) ইউপিএমআইএসএ এর উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ড. সেকা গান্ডাসেকা অ্যাসোসিয়েশনের ২০২১-২০২২ কার্যকরী কমিটি অনুমোদন করেন। এর পূ্র্বে নতুন কার্যনির্বাহী সদস্যদের নির্বাচিত করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমানে ইউপিএম এ অধ্যয়নরত বিভিন্ন দেশের প্রতিনিধিগন আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই এবং যোগ্য প্রার্থীদের সাৎক্ষাকার গ্রহন করেন।

বিএসএইউপিএম-এর ১১ সদস্যের কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে মোহান্নাদ সালেহ (সিরিয়া), সহ-সভাপতি আব্দুল রহমান আব্দুল জব্বার আলী (ইরাক) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আল-মামুন (বাংলাদেশ) নির্বাচিত হন।

এছাড়া নতুন কমিটিতে সহকারী সাধারন সম্পাদক সুলেমান সুলেমান বশির আদমু (নাইজেরিয়া), অর্থ সম্পাদক সাহার হিডারি (ইরান) এবং পরিচালক হিসেবে মোহাম্মদ অলি বউকে (মরিতানিয়া), মুনা হামাউদ (ইয়ামেন), মুহাম্মাদ গালিহ রিয়ানো (ইন্দোনেশিয়া), মুজিব রহমান (আফগানিস্তান), আইমন ড্রিস (আলজেরিয়া) ও সিতি নবীলা মোহাম্মদ রোসদী (মালয়েশিয়া) দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ বিশ্ববিদ্যালয়ের বিদেশী শিক্ষার্থীদের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ইউপিএমআইএসএ এর সাবেক নেতৃবৃন্দ।সুষ্ঠু ও নিরপেক্ষ পদ্ধতির মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়ে ইউপিএমে অবস্থানরত প্রায় সাড়ে পাঁচ সহস্রাধিক বিদেশী শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত।

উল্লেখ্য, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এ অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের মুখ্য ও বৃহৎ অফিসিয়াল অ্যাসোসিয়েশন হলো ইউপিএমআইএসএ। ইউপিএম ক্যাম্পাসে বিশ্বের ৭০ টিরও বেশি দেশের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যময় দেশের হওয়া সত্ত্বেও অ্যাসোসিয়েশন এর ছায়াতলে সকলকে সমৃদ্ধ এবং অনন্য সাংস্কৃতিক পরিচয়ে যুক্ত করেছে। উপ-উপাচার্য অধ্যাপক ড. আরিফিন বিন আবদু নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest