বিএমএসএফ’র জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দুমকিতে র‌্যালী ও আলোচনা সভা।

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মে ৬, ২০২১

বিএমএসএফ’র জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দুমকিতে র‌্যালী ও আলোচনা সভা।

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র ৫ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ (১-৭ মে)’২০২১ উপলক্ষে দুমকি শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ’চাই সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এম আমির হোসাইন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহসভাপতি এবাদুল হক বাদল ও মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, সদস্য ইসরাত জাহান লিটন ও দুমকি প্রেসক্লাব’র যুগ্ম আহবায়ক কাজী বেলাল হোসেন দুলাল প্রমুখ। বক্তারা বিএমএসএফ’র দাবীকৃত ১৪ দফাসহ জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে সরকারের প্রতি দাবী জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest