মির্জাগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে প্রচারাভিযান সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে,স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনালকো-অপারেশন এজেন্সী(জাইকা)’র সহযোগীতায় গ্রামীন সমাজ উন্নয়নে মাদক,যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(উপ-সচিব),অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হেমায়েত উদ্দীন। আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর.শওকত আনোয়ার ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দীন ওয়ালীদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবদুর রহমান শামীম ও জাইকা’র উপজেলা সমন্বয়কারী মোঃ এনায়েত হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে মাদক,যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।##


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest