বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার লক্ষে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন l

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২১

বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার লক্ষে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন l

পারভেজ, বরিশাল প্রতিনিধি : বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখার আয়োজনে বিএম কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার্থীদের মধ্যে জন্ম নিয়েছে অশিক্ষা অনৈতিক কর্মকাণ্ডসহ নানা অসামাজিক কার্যকলাপে ছড়িয়ে পড়া। দীর্ঘদিন দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উচ্চশিক্ষায় নেমে এসেছে স্থবিরতা।

করোনার কথা বলে আমাদের ঘরে বন্দি রাখা হয়েছে, যা আরও ভয়ঙ্কর ও মানসিক ঝুঁকির কারণ। গবেষণায় উঠে এসেছে ঘরে আবদ্ধ থাকলে মানুষের শরীরের রোগ প্রতিরোধক্ষমতা হ্রাস পায়। রোগ আরও দ্রুত কাবু করতে পারে।শিক্ষার্থীরা বলেন, ‘এত দিন টিকার কথা বলে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অথচ এখন দেখা যাচ্ছে দুই ডোজ টিকা নেওয়ার পর অনেকের করোনা হচ্ছে। তার মানে টিকা দিলেই করোনা চলে যাবে, এমনটা নয়। তাই বছর বছর বসে থাকার কোনো মানে নেই। বরং টিকার জন্য অপেক্ষা করা মানে হয়রানি বৃদ্ধি ও শিক্ষাজীবন ধ্বংস করার নামান্তর।’


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest