দেওয়ানগঞ্জে গরুসহ নসিমন গাড়ি নদীতে ডুবে গরুর মৃত্যু

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২১

দেওয়ানগঞ্জে গরুসহ নসিমন গাড়ি নদীতে ডুবে গরুর মৃত্যু

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে গরু সহ নসিমন গাড়ি উল্টে নদীতে পরে ১টি গরুর মৃত্যু হয়েছে। রবিবার ১৪ জুলাই সকাল ৯টার সময় এ দূর্ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায় পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর এলাকা থেকে গরু ক্রয় করে ডাংধরা ইউনিয়নের পাষাণপুর নেয়ার পথে কাউনিয়ারচর টু নয়াচর রাস্তার কাউনিয়ারচর পশ্চিম পাড়া দুই গাড়ি ক্রস করার সময় নসিমন গাড়ির চাকা স্লিপ কেটে ৩টি গরু সহ নদীতে উল্টে যায়। এলাকাবাসী এসে গরু গুলো উদ্ধার করেন এসময় একটি ষাঁড় গরু মারা যায়, যার আনুমানিক মুল্য ৮০ হতে ৯০ হাজার টাকা হবে। জানা যায় গরুর মালিক চট্রগ্রামের গরু ব্যবসায়ী তারা গরু ক্রয় করে ট্রাক লোড করে চট্রগ্রাম নেয়। নসিমন গাড়ির চালক ওমর আলী ডাংধরা ইউনিয়নের সোনা কুড়া গ্রামের হযরত আলী খাঁ এর ছেলে। নসিমন গাড়ি নদী হতে উঠানোর চেষ্টা চলছে। পথচারীরা বলেন, বিশেষ করে অদক্ষ চালকরাই বেপরোয়া ভাবে এই নসিমন গাড়ি গুলো চালায়, যার ফলে হরহামেশাই দূর্ঘটনা ঘটেই চলছে। একথার সাথে একমত প্রকাশ করেন প্রত্যক্ষদর্শীরা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest