মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিন পালিত।।

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিন পালিত।।

মোঃকাওছার হোসেন।।
গৌরনদী প্রতিনিধি ।।

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদীতে সামাজিক দূরত্ব বজায় রেখে কেক কাটা, মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও মিলাদ, দোয়া-মোনাজাত অনুষ্টানে বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান, বার্তা সম্পাদক আরিফিন রিয়াদ, সাংবাদিক মোঃ ফাহাদ মিয়া, সরদার মাসুদ, পঙ্কজ কুন্ড, মোঃ মিরাজুল ইসলাম পিয়ালসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীসহ তার পরিবারবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হায়াতুল্লাহ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest