জাতীয় শোক দিবসে সমবেদনা জানিয়ে ইমরান খানের বার্তা

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

জাতীয় শোক দিবসে সমবেদনা জানিয়ে ইমরান খানের বার্তা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুবার্ষিকীতে সমবেদনা জানিয়েছেন। শনিবার (১৪ আগস্ট) ঢাকার পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে।

পাক হাইকমিশন জানায়, ১৫ আগস্ট উপলক্ষে এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুবার্ষিকীতে তার (শেখ হাসিনা) প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির স্বাধীনতা আন্দোলনের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সে সময় খুনিরা বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়। সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest