শোক দিবসে বেরোবি সেভ দ্য টুমরো ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

শোক দিবসে বেরোবি সেভ দ্য টুমরো  ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

বেরোবি প্রতিনিধি: “চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য টুমরো ফাউন্ডেশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’ শাখার আয়োজনে শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে।

রবিবার(১৫আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে বেরোবি শাখার সভাপতি আনিকা তাহসিন ও সাধারণ সম্পাদক আবু রায়হান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

বেরোবি শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান বলেন,দেশের পরিবেশের সার্বিক উন্নয়নে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন। দল মত নির্বিশেষে সকল নাগরিকের সহযোগিতায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দ্রুততম সময়ে সবুজ শ্যামলে ভরিয়ে দিয়ে জাতীর পিতার স্বপ্নের সবুজ বাংলায় পরিণত করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য টুমরো ফাউন্ডেশন বেরোবি শাখার সদস্য শারমিন শিলা,শাহাবুজ আলম নিশান,জান্নাত প্রমুখ ।এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest