ডিস পলাশ আটক বিএম কলেজ ছাত্রী মিলি হত্যায়

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

নিজেস্ব প্রতিবেদকঃরিশালে সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের ছাত্রী মিলি ইসলামকে হত্যার অভিযোগে কাশিপুর ফিসারী রোডের পলাশ চৌধুরী ওরফে (ডিশ পলাশ) আটক হয়েছেন।পলাশকে এয়ারপোর্ট থানা পুলিশ আটক করে। তাকে ২দিনের রিমান্ডে নেয়া দিয়েছে আদালত বলে নিশ্চয়ই করেছেন তদন্ত অফিসার এস আই দিপায়ন। গত ৩ মে বেলা ১২টার দিকে বরিশাল নগরীর কাশিপুর ফিশারি রোডের একটি ফ্লাট থেকে মিলি ইসলাম (২৫) নামে এই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিএম কলেজের হিসাব বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। মিলি বরিশালের উজিরপুর উপজেলার জুগীকাঠি এলাকার মৃত আবুল কালাম আকনের মেয়ে। এরপর নিহত ছাত্রী মিলির মা পারভিন খানম বাদী হয়ে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ মামলাটি প্রাথমীক তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মিলি হত্যা মামলায় বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক পুলিন চন্দ্র সরকারকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। অভিযুক্ত পুলিন চন্দ্র সরকার পটুয়াখালীর সোনাপুরা গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে ও বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক। সে মিলিদের গৃহ শিক্ষক ছিল। সেসুবাদে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় পরিবার মেনে না নিলে মিলিকে নিয়ে কাশিপুরের এই বাসায় ওঠে পুলিন। তার একদিন পরেই মিলির ঝুলন্ত লাশ পাওয়া যায়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest