গাইবান্ধার পলাশবাড়ীতে বিরল প্রজাতির তক্ষক সহ গ্রেফতার-৪

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১

গাইবান্ধার পলাশবাড়ীতে  বিরল প্রজাতির তক্ষক সহ গ্রেফতার-৪

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: গাইবান্ধা জেলার পলাশবাড়িতে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির ৬ তক্ষক (টক্কর সাপ) সহ ৪ প্রতারককে গ্রেফতার করেছে (র‍্যাব-১৩) গাইবান্ধা ক্যাম্প। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে র‌্যাব-১৩ ক্যাম্প কমান্ডার মো. আব্দুর রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন শাহজাহান (৪০), ওসমানগণি (৪০), জাকির হোসেন (২৬) ও সাহাবুল। র‍্যাব কমান্ডার আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বিশ্রামগাছী গ্রাম হতে প্রকৃতি হতে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ৬টি তক্ষককে জব্দ করা হয়। ৬টি তক্ষকের (টক্কর সাপ) আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এগুলো বাংলাদেশ থেকে ভারত হয়ে অন্যত্র পাচারের উদ্দেশে এখানে আনা হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest