গাইবান্ধার তুলসীঘাটে সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

গাইবান্ধার তুলসীঘাটে  সাহিত্য আসর অনুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: গাইবান্ধার লেখক কবিদের মেলবন্ধন তৈরির লক্ষ্যে কবির বাড়িতে কবিতার আসর এই বেলাভূমি গড়তেই শুরু হয়েছে গাইবান্ধায় সাহিত্য আসর, এরই অংশ হিসেবে গতকাল শনিবার দিনব্যাপী সাহিত্য আসর অনুষ্ঠিত হলো সাহাপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে রওশন বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মাবুদ মিন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন তুলসীঘাট কাশি নাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুনছুর আলী সরকার,সাহা পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মওলা, ইউপি সদস্য শামিম জুয়েল শিক্ষক আবু আউয়াল রিজু।
বিমল সরকার সাহিত্য পরিষদ,সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ, সুন্দরগন্জ সাহিত্য সংসদ, প্রতিবিম্ব সাহিত্য পরিষদ, জাগ্রত সাহিত্য পরিষদ, বোনার পাড়া লেখক চক্র, নির্ণয় সাহিত্য পরিষদ, সৈকত সাহিত্য সংসদ জামালপুর ও গাইবান্ধা সাহিত্য একাডেমির আয়োজনে মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক সফলতায় বাংলাদেশ।
আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন সৈকত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দি নিউ নেশন ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক শাহ জামাল,প্রতিবিম্ব সাহিত্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট আবুল কাসেম ইয়াসবীর, সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ এর সভাপতি উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, বোনার পাড়া লেখক চক্রের সভাপতি আব্দুল হাদী,সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাহানারা জামান বুবলী, জাগ্রত সাহিত্য পরিষদের সভাপতি মামুনুর রশিদ মন্ডল, নির্ণয় সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক ফেরদৌস আলম, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কবি ও সঙ্গীত শিল্পী আহসানুল হাবিব মন্ডল, কবি নুরুন্নবী নূর, কবি আমিরুল ইসলাম কবির,কবি সহীদুল্যাহেল কবির ফারুক, কবি অন্জলী রাণী দেবী ,কবি-লেখক মুত্তার্জা খান, কবি নাজমিন শুচী,কবি ইকবাল হোসেন, কবি মিজানুর রহমান, কবি খবির উদ্দিন সরকার, কবি আল আমিন মোহ,কবি অর্পণ ঠাকুর, কবি রাসেল আহাম্মেদ, কবি আক্তারুজ্জামান সুলতান, কবি হাফিজার রহমান মন্ডল, কবি নাজির হোসেন আনোয়ার, কবি নাজিরা জাহান, কবি ওয়াহেদুজ্জামান আহমেদ, কবি এ্যাডভোকেট আবেদুর রহমান সবুজ,কবি নিরু আরজুমান লাভলী, কবি মমতা চাকী,কবি সঙ্গীত শিল্পী সাইফুল ইসলাম সাঈদ,সংগঠক শিমুল কর,নাহিদ হাসান, নয়ন রায়,রিয়াদ হাসান,আছিফ সরকার,জোয়ারিয়া জান্নাত,রাদিয়া তামান্না, কনক সরকার, অমিদ কুমার,কনক শমা,বেলাল,সাদ্দাত, আলিফ, শিখা,সুচি,আশিকুর, শামিম সরকার, ও মাহমুদ উর রশিদ রাসেল,,কবি সুমাইয়া নূর,কবি কুসুম কলি, কবি আলম মিয়া,প্রফেসর আব্দুর রউফ মিয়া,কবি হাফিজুল হিলালী বাবু এবং আমেরিকা থেকে ভিডিও কলে শুভেচ্ছা জানান কবি বিমল সরকার প্রমুখ।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর ম্যাগাজিন সাফল্য, জাগ্রত সাহিত্যের প্রকাশনা জাগ্রত সাহিত্য, সৈকত সাহিত্য সংসদ এর প্রকাশনা সৈকত, কবি এ্যাডভোকেট আবুল কাসেম ইয়াসবীর এর বই সমর্পিত, কবি মিজানুর রহমানের বই আমারও বৃষ্টি আছে, কবি বিমল সরকারের বই অনুভূতির সুবাস অর্পণ ঠাকুরের যৌথ কাব্য গ্রন্থনা ফাগুন বউ,কবি শাহ জামালের বই মা মাটির কষ্ট, কবি নিরু আরজুমান লাভলীর বই ভালোবাসার সিডর সকলের মাঝে বিতরণ করা হয়।
শেষে অসুস্থ ও দুঃস্থ কবি ও শিক্ষানুরাগীদের মাঝে আর্থিক প্রমদনা ও ক্রেস্ট তুলে দেন সাহা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মওলা।
প্রমদনা প্রাপ্তরা হলেন কবি সরোজ দেব, কবি নজরুল ইসলাম খন্দকার, শিক্ষক মুনছুর আলী সরকার।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest