বাংলাবান্ধায় স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পরে চালু হলো ইমিগ্রেশন চেকপোস্ট

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

বাংলাবান্ধায় স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পরে চালু হলো ইমিগ্রেশন চেকপোস্ট

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি : বাংলাদেশের সর্ব উত্তরে বাংলাবান্ধা স্থল বন্দর দীর্ঘদিন বন্দ থাকার পরে নতুন রুপে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হয়, মহামারি করোনার কারণে দেড় বছর পর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত শুরু করেছেন পাসপোর্টধারী যাত্রীরা। সমবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্যুরিস্ট ভিসা বাদে অন্য সব ভিসায় বাংলাবান্ধা দিয়ে যাত্রী পারপার হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত দু’দেশের মধ্যে চলবে মানুষ পারাপার। বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট জানায়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছর ২৬ এপ্রিল থেকে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী ভারতে যাতায়াত বন্ধ হয়ে যায়। এ বছর গত ১৪ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাবান্ধা সহ আরও কয়েকটি স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার থেকে উভয় দেশের মধ্যে যাতায়াত শুরু হয়েছে।মঙ্গলবার (২১সেপ্টেম্বর) পরিদর্শক করেন, বাংলাবান্ধা স্থলবন্দর, কাস্টমস, সোনালী ব্যাংক ও ইমিগ্রেশন কার্যালয় পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জনাব মোঃ নুরুল ইসলাম।

এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়ার খবর পেয়ে স্বস্তি মিলেছে ভারতে চিকিৎসা নেয়া কয়েকজন রোগীর। এদের মধ্যে হুমায়ুন কবীর বুলবুল জানান, চেকপোস্ট বন্ধ থাকায় ভারতে চিকিৎসা নিতে পারছিলাম না। দীর্ঘদিন ধরে রোগে ভুগছি। চেকপোস্ট খুলে দেয়ায় ভারতে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারবো। বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকার পর সোমবার থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার শুরু হয়েছে। প্রথম দিনে দুপুর পর্যন্ত ৬ জন, ২য় দিনে ১৩ জন যাত্রী পারাপার হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest