কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে দূর্গাপূজায় আমদানি-রফতানী ৫ দিন বন্ধ

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে দূর্গাপূজায় আমদানি-রফতানী ৫ দিন বন্ধ

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম ।।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচদিন বন্ধ থাকবে। শনিবার (৯ অক্টোবর) সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা চেয়ারম‍্যান মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠিতে সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তাকে এ বিষয়ে জানানো হয়েছে।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি এবং এই স্থলবন্দরের উল্টো দিকে অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে।

পূজার ছুটি শেষে আগামী ১৭ অক্টোবর থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি যথারীতি শুরু হবে বলেও জানান তিনি। নাগেশ্বরী উপজেলা চেয়ারম‍্যান ও সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছুটির বিষয়টির সত‍্যতা স্বীকার করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest