হাইপারটেনশন এ্যান্ড রির্সাচ সেন্টার রংপুর কর্তৃক পূর্ব ফতেপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত l

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১

হাইপারটেনশন এ্যান্ড রির্সাচ সেন্টার রংপুর কর্তৃক পূর্ব ফতেপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত l

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর,রংপুর সদর উপজেলার ফতেপুরের ভুরাঘাটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও আনোয়ার হোসেনের ব্যবস্থাপনায় উঠান বৈঠক পরিচালনা করেন আবু নাসের সিদ্দিক তুহিন । বক্তব্য রাখেন লাকি বেগম, সুলতানা রাজিয়া,রহিমা বেগম,মমতাজ বেগম, গোলাপি বেগম প্রমুখ।
উঠান বৈঠকে ২০ জনকে ব্লাড প্রেশার, ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রাথমিক তথ্য প্রদান করা হয়েছে।
উল্লেখ্য হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর দীর্ঘ দিন থেকে এরকমভাবে উঠানবৈঠক করে আসছে এ পর্যন্ত ২৬৮ টি উঠানবৈঠক ও জনসচেতনতা মুলক সেমিনার করা হয়েছে।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এর রোগিরা ৫০ টাকা পরবর্তিতে আজীবন ৪০ টাকার বিনিময়ে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে থাকেন এবং অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest