ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে খালের পানিতে ডুবে রাবিদ রুফায়িত নামে ১৮ মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার(২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে এঘটনাটি ঘটে।
মৃত রাবিদ ওই এলাকার আছিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, রাবিদ প্রতিদিনের মতো বাড়িতে খেলা করছিলো। খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন রাবিদকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির পর, স্থানীয় ও পরিবারের সদস্যরা শিশুটিকে বাড়ির পাশে খালের পানিতে ভাসতে দেখে তাৎক্ষনিক উদ্ধার করে, স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা খালের পানিতে ডুবে শিশু মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST