ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাঁকজমক পুর্ণ পরিবেশে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বণার্ঢ্য র্যালি, মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও শহীদদের মাগফেরাত কামানা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী প্রেসক্লাবরে আয়োজনে রোববার সকাল ১১টায় প্রেসক্লাব চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ রাস্তা প্রদাক্ষণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। র্যালিতে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা, আলোকবর্তিকা, ফুটবল একাডেমি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি সন্তান কমান্ড অংশ গ্রহণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, অধ্যক্ষ বাবুল আখতার, মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহমেদ ও উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। উল্লেখ্য, ১৪ নভেম্বর দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা হচ্ছে ভূরুঙ্গামারী।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST