কুড়িগ্রামে আ.লীগের চেয়ারম্যান পদে বিদ্রোহী ৩জন প্রার্থীকে অব্যাহতি l

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১

কুড়িগ্রামে আ.লীগের  চেয়ারম্যান পদে বিদ্রোহী ৩জন প্রার্থীকে অব্যাহতি l

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে বিদ্রোহী ৩জন প্রার্থীকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

জানাগেছে তাদের শোকজ করার পর সন্তোষজনক জবাব না পাওয়ায় দলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

আগামী ২৮ নভেম্বর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে।

গতকাল সোমবার ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে জানান তিনি।
অব্যাহতি প্রাপ্তরা হলেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ২নং শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম সোহেল, ওই ইউনিয়নের একমাত্র নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

৪নং বড়ভিটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ খয়বর আলী। তিনি গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকা মার্কার প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।

৬নং কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক কে গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থীর কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী তৃতীয় স্থানে ছিল।

মনিরুজ্জামান মানিক এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।‌


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest