ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১
মোঃ হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর) :
আজ ১৭ই নভেম্বর বেলা ২ টায় তাজউদ্দিন আহমেদ হল কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ (TFCL-2021) এর উদ্বোধন করেন অত্র হলের হল সুপার ড. মোঃ শাহানুর কবীর।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ ইমরান পারভেজ।
তাজউদ্দীন হল মাঠে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে এই খেলায় চারটি দল অংশগ্রহণ করবে যাতে ৬ টি ক্যাটাগরিতে প্লেয়ারদের ভাগ করা হয়েছে এই ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর তাজউদ্দিন আহমেদ হল মাঠে।
এসময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য জরুরি ভিসি স্যার ক্রীড়াবান্ধব ও শিক্ষাবান্ধব একজন মানুষ। তিনিও এমন আয়োজনে খুশি হয়েছেন এমন আয়োজনকে উৎসাহিত করেছেন।
ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে জানতে চাইলে তাজউদ্দীন আহমেদ হলের হল সুপার প্রফেসর ড. মোঃ শাহানুর কবীর বলেন, দীর্ঘদিন বন্ধের পর ছেলেদের হলে ফেরার আনন্দের বহিঃপ্রকাশ এ ছাত্রদের আয়োজন এটি এছাড়া খেলাধুলার মাধ্যমে ছাত্রদের মেধার বিকাশ ঘটবে অনৈতিক কাজ থেকে দূরে থাকবে মাদক থেকে দূরে থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST