ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২১
গত শনিবার ৪র্থ ধাপে অনুষ্ঠিত (কেন্দ্রীয়) বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়।
রবিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হয়েছে।
১৩টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীরা হলেন,(১)থেতরাই=মোঃ আব্দুল জলিল সরকার,। (২)দলদলিয়া,=মোঃ লিয়াকত আলী,।(৩) দৃর্গাপুর =মোঃ খায়রুল ইসলাম (৪)পান্ডুল= মোঃ তাহসিন আলী (৫) বুড়াবুড়ি= মোঃ আসাদুজ্জামান খন্দকার,।(০৬)ধরণীবাড়ী= মোঃ আব্দুল গফফার, (০৭) ধামশ্রেণী= সিরাজুল হক সরকার, (০৮) গুনাইগাছ = মোঃ আব্দুর রউফ, (০৯) বজরা = মোঃ রেজাউল করিম আমিন, (১০) তবকপুর = মোঃ মোখলেছুর রহমান, (১১) হাতিয়া= মোঃ শায়খুল ইসলাম, (১২) বেগমগঞ্জ = মোঃ আকতার হোসেন, (১৩) সাহেবের আলগা = লুৎফা বেগম প্রধান।
উল্লেখ্য,নির্বাচনি তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর , মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৯ নভেম্বর,আপিল দায়ের শেষ তারিখ ৩০ নভেম্বর থকে ২ ডিসেম্বর,আপিল নিষ্পতি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর,প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST