কুড়িগ্রামে ইউপি নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ l

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১

কুড়িগ্রামে ইউপি নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ l

সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম : ২৭.১১.২০২১
আগামীকাল (২৮ নভেম্বর) কুড়িগ্রামের ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরী উপজেলার ২৭ টি ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহণের লক্ষ্যে ২৭ ইউনিয়নের ২শ ৮৬টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সরন্জাম পাঠানো হয়েছে।
এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩৬ জন, সাধারণ সদস্য পদে ৬শ ১৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯শ ২৭ জন প্রার্থী প্রতিদ্বদিতা করছেন।
নির্বাচনে ৩ উপজেলায় ২৭টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৬০ হাজার ৭শ ৪১ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৮০ হাজার ৮শ ২জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮শ ৩৯ জন।
জেলা নির্বাচন অফিসার মোঃ: জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন সুষ্ঠ করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ১৩ প্লাটুন বিজিবি, ৯ প্লাটুন র‍্যাব, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার মোতায়ন করা হয়েছে। এছাড়াও ১৫ জন ম্যাজিস্ট্রেটের ১৫টি টিম নির্বাচন সুষ্ঠ করতে মাঠে থাকবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest