ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম : ১৩.১২.২০২১
প্রতি বছর সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলায় শীতের প্রবনতা বেশি থাকে। আর এ শীতের কষ্ট ভাগ করে জেলার হতদরিদ্র ও অসহায় মানুষজন। এজন্য শীতের শুরুতেই কুড়িগ্রামের অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নিকট বেসরকারী উন্নয়ন সংস্থা আশা কুড়িগ্রাম সদর শাখার পক্ষ থেকে ৩ শতাধিক কম্বল হস্তান্তর করা হয়।
এসময় আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান মীর, নাগেশ্বরী শাখার সিনিয়র আরএম মোঃ মহসীন আলী মন্ডল, রাজারহাট, উলিপুর উপজেলার ব্যবস্থাপকসহ অন্যান্য শাখার ব্যবস্থাপক গন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, শীত মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারী সাহায্য সংস্থাগুলোকে সম্পৃক্ত করে দরিদ্র শীতার্ত মানুষদের সহায়তা করা হবে। অসহায় মানুষদের শীত কষ্ট নিবারণে আশা’র মতো অন্যান্য বেসরকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার কথা জানান জেলা প্রশাসক।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST