হাতীবান্ধায় যথাযোগ্য মর্যাদায় সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত l

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১

হাতীবান্ধায় যথাযোগ্য মর্যাদায় সুবর্ণজয়ন্তী ও মহান  বিজয় দিবস পালিত l

নুরমোহাম্মাদ উজ্জল
উপজেলা প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস। স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ আয়োজন করা হয় ।
সকাল ৭.৩০ মিনিটে হাতীবান্ধা উপজেলা চত্বর স্মৃতি সৌধে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ এর মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি।

সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলার বীর সন্তানেরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর বীর মুক্তিযোদ্ধাগন, পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সকল সরকারী দপ্তরগুলো, বিভিন্ন রাজনৈতিক দল ও অংগসংগঠের দলগুলো, হাতীবান্ধা উপজেলা ক্রীড়া সংস্থা সহ আরও অনেকে। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৮.৩০ মিনিট এ উপজেলা প্রশাসনের আয়োজনে হাতীবান্ধা এস এস সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে আয়োজন করেন বিভিন্ন কর্মসূচি। কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন উপজেলা চেয়ারম্যান , মোঃ মশিউর রহমান মামুন, হাতীবান্ধা থানা ইনচার্জ জনাব এরশাদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সামিউল আমিন । জাতীয় সংগীত ও জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্বরণের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। এরপর প্যারেড গ্রাউন্ড সলাম গ্রহন কেরন তারা। প্যারেড গ্রাউন্ড পরিচালনা করেন হাতীবান্ধা থানা এস আই মোঃ মিজান এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শারীরিক কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন প্রদর্শনী করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest