ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন ৷-
সমাজ প্রগতির জন্য শিল্প সাহিত্য এই স্লোগানকে সামনে রেখে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনী রংপুর এর যৌথ আয়োজনে বার্ষিক কবি-লেখক মিলনমেলা ২০২১ রংপুরে অনুষ্ঠিত ৷
গতকাল ১৭ ডিসেম্বর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে দুটি অধিবেশনের মাধ্যমে আনন্দ ঘন পরিবেশে আলোচনা স্বরচিত লেখা পাঠ সম্মাননা স্মারক প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন সুসম্পন্ন হয়৷
প্রথম অধিবেশনে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ রংপুর বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী সভাপতিত্বে৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর লেখক গবেষক আবু বকর সিদ্দীক ৷
বিশেষ অতিথি ছিলেন কবিলেখক ডা:মফিজুল ইসলাম মান্টু, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সহসভাপতি কবি এটিএম মোর্শেদ , হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মো আনোয়ার হোসেন কবি ইদি আমিন দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল ৷
বক্তব্য রাখেন গাইবান্ধা দিনাজপুর পন্চগড় কুড়িগ্রাম নীলফামারী ঠাকুগাও রংপুর জেলার পক্ষে যথাক্রমে কবি এ্যাভোকেট আবুল কাসেম ইয়াসবীর কবি আব্দুল হাদী আরিফুল ইসলাম পল্লব কবি রাজ্জাক দুলাল কবি ফজলে ফিরোজ কবি এটিএম মোর্শেদ প্রমুখ ৷
দ্বিতীয় অধিবেশন জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত তারুণ্যের কবি টিভি ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন ৷
আলোচক ছিলেন বাংলাদেশ শিশু সাহিত্য ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালী বিশেষ অতিথি ছিলেন বেগম রোকেয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর শাহ্ আলম সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর উপদেষ্টা রেজাউল করিম মুকুল অধ্যক্ষ ফখরুল আনাম বেন্জু ,নির্বাহী সভাপতি শরিফ আহমেদ ছড়াকার হোমিওপ্যাথিক চিকিৎসক নাজিরা পারভীন সিনিয়র সহসভাপতি কবি খেয়ালী মোস্তফা কবি রাজ্জাক দুলাল রিদম অব গ্লোবাল ভিলেজ আমেরিকার সভাপতি কবি বিমল সরকার প্রমুখ ৷
সম্মাননা প্রাপ্ত হলেন এবছর সাহিত্যে সাংবাদিক উদিয়মান লেখক শিশু সাহিত্যে স্বাস্থ্য সচেতনতায় যথাক্রমে সাহিত্যে কবি অধ্যাপক আবদুল কাদির(গাইবান্ধা) কবি নুরুন্নাহার বেগম(রংপুর) কবি আরিফুল ইসলাম পল্লব (পন্চগড়)কবি আব্দুল হাদী( দিনাজপুর )প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী (লালমনিরহাট)কবি শাহীন স্বপন(নীলফামারী)সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দীপক কুমার পাল (গাইবান্ধা)বদরুদ্দোজা বুলু (দিনাজপুর)শাহ্ আলম(রংপুর) উদিয়মান লেখক হিসেবে কবি আমিনুল ইসলাম (গাইবান্ধা)কবি ওয়ালেদা রহিম বৃষ্টি (দিনাজপুর)কবি নাহিদা ইয়াসমিন(রংপুর) জেসমিন আক্তার বৈশাখী(কুড়িগ্রাম) রেজাউল করিম সুমন(ঠাকুরগাও)স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় মো আনোয়ার হোসেন( রংপুর) কবিতায় সম্মাননা প্রাপ্ত হলেন কবি ইদি আমিন(কক্সবাজার)মাসুদুর রহমান মাসুদ(ঠাকুগাও)কবি আনোয়ারুল ইসলাম(রংপুর)ইসলাম(রংপুর)শাহ্শি জামাল(কুড়িগ্রাম)শু সাহিত্যে কবি হুমায়ূন কবীর ঢালী (চাদপুর)কবিলেখক মিলনমেলায় বিশেষ অবদান রাখায় কবি নাজিরা পারভীন কবি শিউলি আক্তার কবি খেয়ালী মোস্তফা কবি ফজলে ফিরোজ কবি নুর সাইদা নাজনীন মুন কবি আহসানুল হাবীব মন্ডল এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা প্রাপ্তিতে শিক্ষক সাহিনা সুলতানাকে সম্মননা প্রদান করা হয়৷ ৷
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনী রংপুর এর কবিলেখক মিলনমেলায় দেশবিদেশ থেকে ২৭২ জন কবিলেখক অংশগ্রহণ করেন৷
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক আবু নাসের সিদ্দিক তুহিন ৷
মিডিয়া পার্টনার ও সহযোগিতায় ছিলেন দৈনিক সফলতায় বাংলাদেশ দৈনিক দেশজগত কুড়েঘর সাহিত্য পরিষদ রাবেয়া রুবী ফাউন্ডেশন বিডি হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর সিটি ম্যাটস্ এন্ড আইএইচটি ৷
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST