নীলফামারী সদর ও জলঢাকা ইউপি-র নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন।

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

নীলফামারী সদর ও জলঢাকা ইউপি-র নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন।

হারুন অর রশিদ,নীলফামারীঃ

নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার আগে বিজয়ের মাস ডিসেম্বর ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় নিরবতা শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।

শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন,পুলিশ সুপার মোখলেছুর রহমান( বিপিএম,পিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ মাহমুদ, নীলফামারী সদর ইউএনও জেসমিন নাহার,জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান,জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, নীলফামারী সদর ও জলঢাকা উপজেলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সহ প্রমুখ
উল্লেখ্য,
গত ১১ নভেম্বর নীলফামারী সদর ও ২৮ নভেম্বর জলঢাকা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest