কুড়িগ্রামের ভোগডাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন।। ব্যাবসায়ীর জরিমানা।।

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড ( মাঠের পার) এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারী) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) মোঃ রাশেদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বালু ব্যাবসায়ী আপেল মাহমুদ কে এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে অন্যান্যদের মধ্যে কুড়িগ্রাম সদরের সহকারী কমিশনার ( ভূমি) ও কুড়িগ্রাম সদর থানার সহকারী উপ পরিদর্শক ( এএসআই) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পুরাতন বাস স্ট্যান্ড (মাঠের পার) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করেছিলেন কুড়িগ্রাম শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আপেল মাহমুদ। এমতাবস্থায় ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ দেয়া হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest