ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার মোট ১৪ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দুই উপজেলার নবনির্বাচিত ১৪ জন ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ৪২জন ও ১২৬ জন সাধারণ সদস্যদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে শপথ গ্রহন করান জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST