বাড়ি থেকে ডেকে নিয়ে ট্রাক্টর ড্রাইভারকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২

বাড়ি থেকে ডেকে নিয়ে ট্রাক্টর ড্রাইভারকে হত্যার অভিযোগ

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে বাড়ি থেকে ডেকে নিয়ে মীর হোসেন (২৮) নামে একজন ট্রাক্টর ড্রাইভারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার সহকারি উজ্জ্বল পাহান (১৭) এর বিরুদ্ধে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মীর হোসেন জয়পুরহাট সদর উপজেলাধীন তেঘর বিশা মিস্ত্রীপাড়া গ্রামের ইয়াছিন আলির ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার পরে ট্রাক্টরচালক মীর হোসেনের সহকারি ওই এলাকার হঠাৎপাড়া গ্রামের শ্রীণগেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (১৭) তাকে বাড়ি ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফিরেনি উজ্জ্বল।

রবিবার সকালে অনুমানিক ৪’শ গজের ব্যবধানে ফসলি মাঠে ওই ট্রাক্টরচালকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই উজ্জ্বলকে খুঁজে পাননি পুলিশ।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest