ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২
কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন খাতে ভূয়া ভাউচার কয়েক গুণ বাড়িয়ে প্রায় অর্ধকোটি টাকার অসামঞ্জস্যপূর্ণ বিল উত্তোলনের বিষয়টি তদন্ত করেছে কুড়িগ্রাম সিভিল সার্জনের করা তিন সদস্যর তদন্ত কমিটি। এদিকে এসব অনিয়মের অভিযোগ যার দিকে সেই রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল তার নিজ এলাকায় বদলি করা হয়েছে।
জানা গেছে,২০২০-২১ অর্থ বছর এবং ২০২১-২২ অর্থ বছরের শুরুতে কোভিড টিকাদান কর্মসূচী ও মাদার সাপোর্ট কর্মসূচিতে আপ্যায়ন,ভ্যাকসিন ও লজিষ্টিকস পরিবহন ব্যয়,টিকাদান কাজে নিয়োজিতদের ভ্রমন ব্যয়,অনিয়মিত শ্রমিকের মজুরী বিল,জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২১ উপলক্ষে স্বাস্থ্য সেবক ও মাঠকর্মীদের ভাতা,মালামাল পরিবহন,স্যানিটাইজার ক্রয়,পার্টারের মজুরী বিল, সম্বলিত পুষ্টি প্রতিষ্ঠান এর স্টেশনারি মালামাল ক্রয়,পাবলিক এ্যাড্রস সিস্টেম,শিশু বান্ধব হাসপাতাল প্রশিক্ষণার্থীদের ভাতা,সার্টিফিকেট ব্যানার তৈরি,ভূয়া স্বাক্ষর স্বেচ্ছাসেবক ও সাপোর্ট স্টাফগনের ভাতা, হাসপাতালের বজ্য অপসারণ,বিভিন্ন সভা,কর্মশালা,স্যানিটাইজার ক্রয় সহ নানা খাতে ভূয়া ভাউচার কয়েকগুণ বাড়িয়ে প্রায় অর্ধকোটি টাকার অসামঞ্জস্যপূর্ণ বিল তৈরি করে অধিকাংশ টাকা রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল কর্তৃক আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি এসব বিলের বেশিরভাগ স্বাস্থ্য কমপ্লেক্স এর হিসাব শাখার কর্মকর্তাদের বাদ দিয়ে অন্যদের স্বাক্ষর করা হয়। এনিয়ে জাতীয় দৈনিকে গত ৩ ফেব্রুয়ারি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভুয়া ভাউচরে অর্ধকোটি টাকার বিলের বিষয় প্রতিবদন প্রকাশিত হয়। পর ওই দিনই রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার অনিয়ম তদন্তে কুড়িগ্রামের সিভিল সার্জন ড. মনজুর এ-মোশেদ তিন সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করেন।
এদিক তদন্ত চলাকালীন তাকে বদলি করায় জনমন নানা প্রশ্ন জন্ম দেখা দিয়েছে। তদন্ত ও বদলির বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ড. মনজুর এ-মোর্শেদ জানিয়েছেন,তার বদলিতে তদন্ত বা তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিতে কোন সমস্যা থাকবে না।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাতে ডাঃ আসাদুজ্জামান জুয়েল নিজের ফেসবুক ওয়ালে বদলির আদেশ আপলোড করে তিনি লিখেছেন, অবশেষে ঘরের ছেলে ঘরেই ফিরে যাচ্ছি। নতুন কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মতলব (উত্তর) চাঁদপুর।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST