সার্চ কমিটিতে নামের তালিকা দিচ্ছে না বাংলাদেশ ন্যাপ

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

সার্চ কমিটিতে নামের তালিকা দিচ্ছে না বাংলাদেশ ন্যাপ

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান কমিটির চাহিদা মোতাবেক নামের তালিকা দিচ্ছেন না বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কমিটি কর্তৃক প্রেরিত পত্রের জবাবে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া স্বাক্ষরিত চিঠি ই-মেইলে প্রেরণ করা হয়।

এদিন সন্ধ্যায় দলের মহাসচিব এ তথ্য জানান, চিঠিতে নিবন্ধিত দলগুলোর প্রতি পত্র প্রেরণ করায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

চিঠিতে বলা হয়, দেশের বাস্তবতা হলো নির্বাচনি ব্যবস্থার ওপর জনগণের আস্থা নাই। তাই প্রয়োজন নির্বাচনি ব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা। অন্যদিকে অনুসন্ধান কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ করলেই যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেটিও প্রতীয়মান হচ্ছে না।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest