জয়পুরহাটে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

আবু রায়হান, জয়পুরহাটঃ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের জনসাধারণ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) ১২ টা ১ মিনিট একুশের প্রথম প্রহর থেকে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সমবেত হন জেলার সর্বস্তরের মানুষ।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

পরে জেলা পুলিশ, সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে জয়পুরহাট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ভিড় জমান।

দিবসটি পালনে জয়পুরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest