বিপি দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২

আবু রায়হান, জয়পুরহাটঃ
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর ১৬৫ তম জন্মবার্ষিকী ও বিপি (ব্যাডেন পাওয়েল) দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১টার পরে জেলা রোভার আয়োজনে উপজেলা পরিষদে তাদের কার্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা করা হয়।

জেলা রোভারের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবুর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জয়পুরহাট জেলা রোভার যুগ্ম সম্পাদক এটিএম শফিউল ইসলাম হেলাল, জেলা রোভারের সহ-কমিশনার তিতাস মোস্তফা, জেলা রোভার লিডার রুহুল আমিনসহ অনেকেই।

উইকিপিডিয়া তথ্যানুসারে, রবার্ট ব্যাডেন পাওয়েল পূর্ণ নাম রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল। স্কাউটদের মাঝে তিনি বি.পি. এবং গিলওয়েলের ব্যাডেন পাওয়েল নামেও সমাধিক পরিচিত। তিনি ২২ ফেব্রুয়ারি ১৮৫৭ লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজ সামরিক কর্মকর্তাও ছিলেন। এই দিনকে বিপি দিবস হিসাবে পালন করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest