ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২
সাইফুর রহমান শামীম কুড়িগ্রাম।। কুড়িগ্রামে পাথরবোঝাই ট্রাকে ২১ কেজি গাঁজাসহ সুহেল মিয়া (৩৮) ও সবুজ মিয়া (৩৫)কে আটক করেছে সদর থানা পুলিশ।
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধরলা সেতু এলাকায় নাগেশ্বরী থেকে টাঙ্গাইলগামী পাথরবোঝাই একটি ট্রাক থেকে ২১ কেজি গাজাসহ চালক সুহেল ও হেলপার সবুজকে আটক করা হয়।
আটককৃত ট্রাক চালক সুহেল জামালপুর জেলার সরিষাবাড়ী ভাটারা এলাকার বাদশা মিয়ার পুত্র। এবং হেলপার সবুজ মিয়া একই এলাকার সোনা মিয়ার পুত্র।
মঙ্গলবার (২২ ফ্রেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মো. শাহরিয়ার জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST