দাকোপে শেষ পর্যন্ত তরমুজের বাম্পার ফলনের সম্ভাবনা।বিঘায় লাভ হয় লক্ষ টাকা।

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২

দাকোপে শেষ পর্যন্ত তরমুজের বাম্পার ফলনের সম্ভাবনা।বিঘায় লাভ হয় লক্ষ টাকা।

গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা

বর্তমানে দাকোপের অধিকাংশ মানুষের ভাবনা তরমুজ নিয়ে। বীজ রোপনের মুহুর্তে ২ দফায় বেশ বৃষ্টিপাত হওয়ায় তরমুজ চাষিরা রিতীমত ভেংগে পড়েছিল। সকলের মনে বদ্ধ ধারনা জন্মে যে এ বছর অন্তত্ত লাভজনক ব্যবসা তরমুজ করা সম্ভব হবে না। তারপরবাজুয়া,কামারখোলা,দাকোপ,বানিশান্তা,কৈলশগনজ,তিলডাংগা,পানখালী, সুতারখালী ইউনিয়নসহ গোটা দাকোপের সমগ্র এলাকার কৃষক,কৃষানীরা দিনরাত একমাস যাবৎ মাঠে পড়ে থেকে কষ্ট করে তরমুজের বীজ রোপন শেষ করে এখন সার দিয়ে চারার বাঁধার কাজ চালাচ্ছে,চারায় পানি দেওয়ারও কাজ চলছে। নিজ সন্তানের চেয়েও তরমুজের চারার লালন,পালন চলছে কারন আর কটা কটাদিন সব ঠিকঠাক মত চালিয়ে যেতে পারলে মাঝ রমজানের সময় এ তরমুজের ক্ষেত থেকে তরমুজ তোলা শুরু করা যাবে। একটু আগেভাগে যারা তুলতে পারবে তারা বিঘা প্রতি বিক্রি করবে দেড়লক্ষ থেকে ১লক্ষ ৭০/৮০ হাজার টাকায়। গাছ সকল এরাকায় বেশ দ্রত বেড়ে উঠায় কারো কারো ক্ষেতে ফুল ফল দেখা দেওয়ায় কৃষকরা গত বছরের মত আাশায় বুক বাধছে যে তারা প্রতি বিঘায় কমপক্ষে লক্ষ টাকা লাভ করবে। তবু মনের ভিতর সব সময় শঙ্কাও রয়ে যদি আবার হঠাৎ বৃষ্টিপাত হয় তাহলে কোটি কোটি টকাকার হওয়া ফসল ধ্বংষ হয়ে যাবে। গতবছর শুধু দাকোপের মত একটি উপজেলায় ১২০০ কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছিল। আর দাকোপের তরমুজ দেশ সেরা তরমুজ নামে খ্যাত বিদেশেও দাকোপের তরমুজ রপ্তানি হয়। খুব স্বাদের এ তরমুজের চাহিদা অনেক বেশি। তাইতো দেশের অনেক জেলা থেকে ব্যবসায়ী আগেভাগে ক্ষেত বুক করতে দাকোপে আনাগোনা শুরু করে দিয়েছে। পাশের উপজেলা বটিয়াঘাটায়ও গত ৩/৪ বছর এ চাষ শুরু হয়েছে আর এবার বটিয়াঘাটার অধিকাংশ এলাকায় চাষের আওতায় এসেছে বলে খোজ নিয়ে জানা গেল। দাকোপের কৃষি অফিসার মেহেদী হাসান জানান প্রথমদিকে মানে চাষের শুরুতে বার বার বার বৃষ্টি হওয়ায় চিন্তা করেছিলাম এবার তরমুজ চাষের জন্য পরিবেশ অনুকুল হবে না,তবে এখন আশার আলো দেখছে কৃষকরা। এবারও গত বছরের মত বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। দিনরাত মাঠে থেকে পরামর্শ দিয়ে চলেছি।দুরে থাকলে অনলাইনে পরামর্শ সেই প্রথম থেকেই দিয়ে আসছি। গতবছর দাকোপে হাজার কোটিরও বেশি টাকার তরমুজ কেনাবেচা হয়েছিল শুধু দাকোপে।দাকোপের তরমুজের চাহিদা দেশসেরা এটা বাস্তব।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest