ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২
হারুন অর রশিদ,জলঢাকা(নীলফামারী):
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে জলঢাকা উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস উদযাপন করা হয়।বঙ্গবন্ধু চত্তরে এদিন সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব হাসান উপজেলা পরিষদের সবাইকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন এবং উম্মুক্ত মঞ্চে বিভিন্ন স্কুল থেকে আসা শিশুদের নিয়ে কেক কাটা হয় ও কাজিরহাট বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগিতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সময় এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশের অবিচ্ছিন্ন সত্ত্বা।সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মহানায়কের জীবনচরিত শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে। কারণ এ শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং জাতির কর্ণধার।তাদের জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত করে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রেজওয়ানুল কবির, বিএমআই কলেজ অধ্যক্ষ আবেদ আলী ও উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের সহ সাংবাদিকবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST