ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২২
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিধিনি :
তেঁতুলিয়া উপজেলার পানিহাকা গ্রামে দৃষ্টিনন্দিত একটি মসজিদ নির্মিত হয়েছে। কাতার ভিত্তির দাতা সংস্থা কাতার চ্যারিটির আর্থিক সহযোগিতায়
শুক্রবার জু’মার নামাজের মাধ্যমে মসজিদটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এলাকাবাসীর অংশগ্রহণে মসজিদটির সার্বিক তদারকি করেন বাংলাদেশ প্রতিদিনের সাবেক সিনিয়র রিপোর্টার মাহমুদ আজহার। মসজিদটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৩৫ লাখ টাকা। এরমধ্যে কাতার চ্যারিটির বরাদ্দ ছিল ২২ লাখ ৬০ হাজার টাকা। বাকি টাকা প্রদানে সহায়তা করেন এলাকাবাসীসহ বিভিন্ন ব্যক্তি বিশেষ। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী সোহাগ চন্দ্র সাহা দৃষ্টিনন্দিত এই মসজিটটি পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, ইউপি সদস্য মনসুর আলী, কাতার চ্যারিটির পক্ষ থেকে আবু সাঈদ, মসজিদ কমিটির সভাপতি মো. আবদুল হান্নান, সাধারণ সম্পাদক আহসানুজ্জামান আহসান, স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে মো. ইদ্রিস আলী, মাসুদ পারভেজ, আবদুল্লাহ আল ফারুক, আলমাস আলী, আবু হানিফ, আসাদুজ্জামান, মো. আবদুর রাজ্জাক, আদম আলী, এরশাদুল হক, মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মসজিদ উদ্বোধনের পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST