ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২
মোঃ হাবিবুর রহমান হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর):
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সুপারের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক রোজীনা ইয়াসমিন (লাকী), আইভি রহমান হল সুপারের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আদিবা মাহজাবীন নিতু এবং ডরমেটরী-২ হল সুপারের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আবু সাঈদ।
মঙ্গলবার ( ২২ মার্চ ) হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত পৃথক তিন অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস আদেশে বলা হয়, হাবিপ্রবির আইভি রহমান হলের হল সুপার অধ্যাপক রোজীনা ইয়াসমিন (লাকী), অর্থনীতি বিভাগের কার্যকালের মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আদিবা মাহজাবীন নিতুকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ৩ (তিন) বছরের জন্য আইভি রহমান হলের হল সুপার হিসেবে নিযুক্ত করা হলো।
অপর এক অফিস আদেশে বলা হয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার হিসেবে দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. মো. আবু সাঈদ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগকে সংশ্লিষ্ট দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে তদস্থলে অর্থনীতি বিভাগ অধ্যাপক রোজীনা ইয়াসমিন (লাকী)-কে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ৩ (তিন) বছরের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার হিসেবে নিযুক্ত করা হলো।
পৃথক আরেক অফিস আদেশে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল (ডরমেটরি-২) এর হল সুপার অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, অর্থনীতি বিভাগ এর কার্যকালের মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার অধ্যাপক ড. মো. আবু সাঈদ, বায়োকেমিটি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ কে ৩ (তিন) বছরের জন্য তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল (ডরমেটরি-২) এর হল সুপার হিসেবে নিযুক্ত করা হলো।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দায়িত্ব দেয়ায় হাবিপ্রবির উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক রোজীনা ইয়াসমিন (লাকী) বলেন, প্রায় ৯ বছর থেকে হলের দায়িত্বেই আছি। তবে পূর্বে আইভি রহমান হলের দায়িত্ব পালন করলেও এবার শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দায়িত্ব পেয়েছি। আমি শিক্ষার্থীদের সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা করবো হলের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে এগিয়ে নিতে।
অন্যদিকে, ডরমেটরী-২ হলের দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মো. আবু সাঈদ বলেন, হাবিপ্রবির উপাচার্য আমাকে যে দ্বায়িত্ব অর্পন করেছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। সেই সাথে হাবিপ্রবির উপাচার্যকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ডরমেটরী-২ হলের হল সুপার হিসাবে দ্বায়িত্ব দেওয়ার জন্য।
আইভি রহমান হলের দায়িত্ব পাওয়ায় অধ্যাপক আদিবা মাহজাবীন নিতু হাবিপ্রবির উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি হলের আবাসিক শিক্ষার্থীদের সহায়তা নিয়ে আমার হলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য উক্ত হলের আবাসিক শিক্ষার্থীদের সহায়তা কামনা করছি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST