ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২
পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও সত্যপ্রকাশের পত্রিকা দৈনিক ভোরের কাগজের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে ওই উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাফিউল ইসলাম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান।
এ সময় দৈনিক ভোরের কাগজের ৩০ বছর প্রকাশনার উপলক্ষে আলোচনা শেষে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
ভোরের কাগজ পত্রিকার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজের সঞ্চালনায় এ আরও উপস্থিত ছিলেন, পাটগ্রাম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নীলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তালেব, পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার নির্মল কুমার মহন্ত প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST