ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ০৬ এপ্রিল দুপুর ২.৩০ মিনিটে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন হিলি টু বিরামপুর গামী পাকা রাস্তার পশ্চিমে বড়চড়া গ্রামে আমতলী নামক স্থানে অভিযান পরিচালনা করে ৭২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মশিকুল ইসলাম(২২) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া এলাকার
হাবিবুর রহমানের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী মশিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST