জয়পুরহাটে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন-প্রতিমন্ত্রী পলক

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

জয়পুরহাটে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন-প্রতিমন্ত্রী পলক

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাইয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর সভাপতিত্বে কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইটি খাতে যথাযথ অবকাঠামো গড়ে উঠার কারণে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির অধিক। সাড়ে ৬ লক্ষ ফ্রিল্যান্সার ৫০০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে। গ্রাম পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবিলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইওটি, রোবোটিক্স, সাইবার সিকিউরিটিসহ উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর এবং স্পেশালাইজড ল্যাব স্থাপন করা হচ্ছে। এছাড়াও মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) স্থাপনের লক্ষ্যে আরেকটি প্র অনুমোদিত হয়েছে। মাত্র ১৩ বছরে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নেতৃত্বে প্রযুক্তি শিল্প থেকে রপ্তানি আয় দাড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার। আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আয় করতে চাই। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার জয়পুরহাটবাসীর জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। আশা করছি আগামী দের বছরের মধ্যে এই আইটি ট্রেনিং সেন্টারের নির্মান শেষ হয়ে যাবে এবং দুই বছরের মধ্যে এখানে আমরা কার্যক্রম শুরু করবো। এখান থেকে প্রতি বছর এক হাজার তরুণ-তরুণি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ডিজিটাল বাংলাদেশ আসলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলারই আধুনিক রুপ। প্রতিযোগীতার এই যুগে আমাদের তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিকার বিকল্প নাই।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest