বেনাপোল বন্দরে আবারও আগুন, পুড়ে ছাই ৬ টি ব্লিচিং পাউডার বোঝাই ট্রাক

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২

এসএম স্বপন(যশোর)অফিসঃ বেনাপোল বন্দরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোর ৫ টার সময় বেনাপোল স্থলবন্দরের ট্রাক টার্মিনালে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে এ অগ্নিকাণ্ডের ঘটনায় বন্দরে দাঁড়িয়ে থাকা ৬ টি ব্লিচিং পাউডার বোঝাই ভারতীয় ট্রাক আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, প্রথমে দেখলাম বিকট জোরে একটা শব্দ হলো। পরে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আর ব্লিচিং পাউডারের কারণে এই আগুনের ঘটনা ঘটছে। ও পানি পড়লেও আগুন ধরে আবার না পড়লেও আগুন ধরে।

ফায়ার সার্ভিস বেনাপোলের ইন্সপেক্টর রতন বলেন, বর্তমানে আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে। যতক্ষণ পর্যন্ত আগুন না নেভে ততক্ষণ পর্যন্ত আমরা আছি। আর কি কারণে অগ্নিকান্ড ঘটেছে তা এখন বলা সম্ভব না। এটা তদন্ত সাপেক্ষে বলা যেতে পারে।

বেনাপোল বন্দরের ট্রাফিক পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, এগুলো দাহ্য পদার্থ। এতে পানি লাগলে আগুন ধরে যায় । তবে বৃষ্টি হয়নি । অতিরিক্ত তাপমাত্রার কারনে এরকম অগ্নিকান্ড সংঘটিত হতেও পারে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, স্থল বন্দরে অগ্নিকান্ড সংঘটিত হওয়ার পর ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও অগ্নিনির্বাপক এর কাজ করছে।

বেনাপোল স্থল বন্দও এর উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, এর আগেও ব্লিচিং পাউডার থেকে বন্দরে আগুন লেগেছে, যে কারণে আমরা বন্দরে ব্লিচিং পাউডার রিসিভ করতে চাইনা। ব্লিচিং পাউডার বন্দরে রাখা মানে বিপদজনক।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest