কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাওনা টাকা চাওয়ায় মারধোরের শিকার পাওনাদার।

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাওনা টাকা চাওয়ায় মারধোরের শিকার পাওনাদার।

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের শিংঝাড় (ছোট খাটামারী) গ্রামে দোকানের পাওয়া টাকাকে কেন্দ্র করে সংঘর্ষ, পাওনাদারকে মারপিট।
রবিবার (১৬ এপ্রিল) দুপুর ২ টা ৩০ মিনিটে ভুক্তভোগী সাইফুর রহমান সাধু ও তার স্ত্রী রেহেনা বেগমসহ, মোঃ রফিকুল ইসলাম অপু (৩৬) এর বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে রেহেনা বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে এক পর্যায়ে রফিকুল ইসলাম অপুর হুকুমে একদল সন্ত্রাস বাহিনী রেহেনা বেগমকে বেধড়ক মারপিট শুরু করে। তৎপর এলাকাবাসী দৌড়ে এসে দুই পক্ষকে সরিয়ে দিলে সে সময় অপু বাহিনীর হাতে মারপিটের শিকার হন,মোতালেব হোসেন, মজনু মিয়া, এমদাদুল হক বাবলা, ও শহিদুল ইসলাম।

পরে এলাকাবাসী সাইফুর রহমান সাধু, রেহেনা বেগম ও তাদের ছেলেকেসহ ৩ জন কেই ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করায়। পরে রেহেনা বেগমের অবস্থা আশংকা হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যালে রেফার্ড করে।

উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় সাইফুর রহমান সাধু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান,এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest